শনিবার ৪ নভেম্বর ২০২৩ - ১২:২১
দখলকারী ইহুদি সৈন্যর আল-শাফা হাসপাতালে বোমাবর্ষণ, ষাট ফিলিস্তিনি শহীদ ও আহত

হাওজা / দখলকারী ইহুদিবাদী সরকার আগ্রাসন প্রদর্শন করে এবং আল-শাফা হাসপাতালে নৃশংসভাবে বোমাবর্ষণ করে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, দখলকারী ইহুদিবাদী সরকারের যুদ্ধবিমান গাজার আল-শাফা হাসপাতালে বোমাবর্ষণ করে, যাতে ষাট ফিলিস্তিনি শহীদ ও আহত হয়।

দখলকারী ইহুদিবাদী শাসকের যুদ্ধবিমান পশ্চিম গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপরও হামলা চালায়। এই বর্বরোচিত হামলায় বহু ফিলিস্তিনিও শহীদ হয়েছেন। হামলায় বাস্তুচ্যুত ফিলিস্তিনি নিহত ও আহতদের সঠিক সংখ্যা এখনো ঘোষণা করা হয়নি।

দখলকারী ইহুদিবাদী শাসক আল-শাফা হাসপাতাল থেকে রাফাহ ক্রসিংয়ে আহতদের নিয়ে যাওয়া একটি অ্যাম্বুলেন্সেও আক্রমণাত্মকভাবে হামলা চালায়।

ইহুদিবাদী শাসকের যুদ্ধবিমান উত্তর গাজায় ফ্রান্স প্রেস এবং আরও কয়েকটি সংবাদ সংস্থার অফিসেও বোমাবর্ষণ করেছে।

আল-জাজিরা টিভি চ্যানেল বলছে, গাজা দখলকারী ইহুদিবাদী সরকারের আগ্রাসনে এ পর্যন্ত ৪১ জন সাংবাদিক শহীদ হয়েছেন।

ইহুদিবাদী সরকার গাজার দক্ষিণে খান ইউনিস এলাকায় ফিলিস্তিনি সাংবাদিক মুহাম্মদ আবু হাত্তাবের বাড়িতেও হামলা চালায়, যাতে তিনি তার অনেক সহকর্মীসহ শহীদ হন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে যে গাজায় দখলদার ইহুদিবাদী সরকারের বর্বরোচিত আগ্রাসনে এ পর্যন্ত নয় হাজার দুইশত ২৭ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যার মধ্যে তিন হাজার ৮০০ ২৬ শিশু এবং দুই হাজার ৪০০৫ জন নারী রয়েছে। আহত হয়েছেন তেইশ হাজার ৫১ জন।

এটা এমন অবস্থায় যে, বারো শতাধিক শিশুসহ গাজার একুশ জন সাধারণ নাগরিক ইহুদিবাদী আগ্রাসনে ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha